উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ওই ক্যাম্পের হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান, নুর ইসলাম ও মোহাম্মদ জাবের।
এপিবিএন-৮-এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশি শর্টগান, পিস্তল ও রাইফেলের দুই রাউন্ড করে গুলি এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।