শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইউপি নির্বাচন কেন্দ্র করে প্রচার প্রচারণায় মুখর গ্রামীণ জনপথ

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার মেঘনার চন্দনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিরামহীন প্রচার-প্রচারণায় মুখরিত মেঘনার গ্রামীণ জনপথ। পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থীরা করছেন উঠান বৈঠক, মতবিনিময় ও ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা। চন্দনপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুতে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে  ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ নির্বাচনকে ঘিরে ওই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে বিরাজ করছে নির্বাচনী আমেচ। কে হচ্ছেন, চেয়ারম্যান এ নিয়ে চন্দনপুর ইউনিয়নের সর্বত্র চলছে আলোচনার ঝড়। ১০ প্রার্থীরা হলেন- নৌকার প্রার্থী, মো. সেলিম আহম্মেদ, মো. এবাদুল্লা ঘোড়া, আ ন ম বজলুর রশিদ আনারস ছাড়া আরও সাতজন। নৌকার প্রার্থী মো. সেলিম আহম্মেদ বলেন, ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি সন্ত্রাস, মাদকমুক্ত, শিক্ষাবিস্তারে ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।

সর্বশেষ খবর