মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তায় ৩ লাখ ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফের সাবারাং লবণ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদে লবণ মাঠের আইলে অবস্থান নেয় বিজিবি। কিছুক্ষণ পর টহল দল ৪-৫ জন ব্যক্তিকে নাফনদ পার হয়ে বস্তা হাতে নিয়ে সীমান্তের শূন্য লাইন দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় বস্তাগুলো ফেলে পালিয়ে যায় তারা। চোরাকারবারিদের ফেলে যাওয়া তিনটি বস্তা থেকে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দ মালিকবিহীন ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

সর্বশেষ খবর