উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১০ দিনের বেশি সময় ধরে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ-নদী ও খাল-বিলেও পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে যমুনা নদীর অরক্ষিত অঞ্চল চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরে তীব্র ভাঙন শুরু হয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে চৌহালী ও এনায়েতপুর অন্তত দেড়শতাধিক বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি সরিয়ে অন্যত্র স্তূপ করে রেখে অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এ ছাড়া পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের বসতভিটায় পানি উঠেছে। রাস্তায় পানি ওঠায় নৌকায় চলাচল করতে হচ্ছে। এনায়েতপুরের আড়কান্দি গ্রামের সমশের আলী জানান, যমুনা নদী আমাদের সবকিছু গিলে খেয়েছে। যমুনা নদী আমাদের ফকিরের খাতায় নাম লিখেছে। কারও কাছে হাত পাততেও পারি না, কাউকে বলতেও পারি না- এমন অবস্থায় চরম অভাবের মধ্যে দিন অতিবাহিত করছি। চৌহালীর ভূতের দিয়ার এলাকার আবদুল মালেক জানান, চোখের সামনে বাপ-দাদার ভিটেমাটি নদীগর্ভে চলে গেল। এখন জন্মস্থান ছেড়ে অন্য জেলায় চলে যেতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যদি ব্যবস্থা গ্রহণ করত তবে এরকম হতো না। বয়োবৃদ্ধ রহিমা খাতুন জানান, কখনো কল্পনাও করিনি স্বামীর ভিটে ছেড়ে শূন্য হাতে অন্যত্র চলে যেতে হবে।
শিরোনাম
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি