জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্তের মাত্রা বিবেচনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় গতকাল সাইকেল র্যালি এবং সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- খুলনা : ‘গ্লোবাল ডে অব অ্যাকশন অ্যান্ড ফুসিল ফুয়েলস ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর রয়্যাল মোড়ে। মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শেখ আশরাফ উজ জামান, শাকিলা পারভীন প্রমুখ। বরিশাল : বরিশালে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এওয়াইডি) নামে একটি সংগঠন। বিশ্বের ১৫০টি দেশের সঙ্গে সংহতি জানিয়ে সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করেন ৪১টি সংগঠনের শতাধিক সদস্য। বাগেরহাট : মোংলার চিলাবাজার এলাকার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, বাপা ও ব্রতীর সদস্যরা। নোয়াখালী : নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সকালে সড়কে ‘ফান্ড আওয়ার ফিউচার’ শিরোনামে জলবায়ু ধর্মঘট হয়েছে। একশন এইডের সহযোগিতায় অ্যাক্টিভিস্টা, এসএইচবিও এবং নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সসহ কয়েকটি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ ধর্মঘটে অংশ নেন।
উপস্থিত ছিলেন ফাহিদা সুলতানা, সাইদুর রহমান রায়হান, আরিফ হোসেন প্রমুখ।