ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার থেকে ভৈরব পর্যন্ত অংশ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝরছে প্রাণ। এক হিসাব মতে, গত ৩ মাসে এখানে নিহত হয়েছেন ২৩ জন। স্থানীয়রা বলছেন, সড়কে পৃথক লেন ও রোড ডিভাইডার না থাকাসহ নানা কারণে এত দুর্ঘটনা, প্রাণহানি হলেও প্রতিরোধে কোনো উদ্যোগ চোখে পড়ে না। তবে হাইওয়ে পুলিশ বলছে, অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণেই মহাসড়কের এ অংশে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। হাই ওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে বেশি দুর্ঘটনা ঘটে। গত ৩ মাসে এই সড়কে ১২টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২৩ জন। আহত হয়েছেন ১৮ জন। ২০১১ সালে মহাসড়কের ঘাসিরদিয়ায় মাছ বোঝাই ট্রাকের সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর বেলাবো থানার ২ ওসিসহ ১০ পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। এর পরেও একই স্থানে সরাইল থানার ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা নিহত হন। নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়ায় ২৫ আগস্ট ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান একটি পোশাক কারখানার ৭ কর্মকর্তা। আহত হন আরও চারজন। সর্বশেষ শিবপুরের শ্রীফুলিয়ায় মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হন। আহত হন ছয়জন। এর ৫ ঘণ্টা আগে রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারীসহ তিনজন মারা যান। আহত হন আরও তিনজন। এই মহাসড়কের পাশের শহীদ মিনার এলাকার ওষুধ দোকান মালিক আরিফুল ইসলাম বলেন, শিবপুরের মরজাল, শহীদ মিনার ঘাশিরদিয়া, সৃষ্টিঘর, শ্রীফুলিয়া এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এত দুর্ঘটনা, প্রাণহানি হলেও তা প্রতিরোধে কোনো উদ্যোগ চোখে পড়ে না। একই এলাকার বাসিন্দা নজরুল বলেন, মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নরসিংদী ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, হাইওয়ে পুলিশের মিশন ভিশন হচ্ছে নিরাপদ সড়ক উপহার দেওয়া। মানুষের যাতায়াতের জন্য এই পথে নিরাপত্তা দেওয়া। কিন্তু অদক্ষ চালকের বেপরোয়া মনোভাব আর ওভারটেকিং প্রতিযোগিতায় ইদানীং এ মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। সরকার পেশাদার চালক তৈরিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। চালকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কটি যথেষ্ট প্রশস্ত করা হয়েছে। বাকিগুলোও প্রশস্ত করা হয়েছে। সড়কটিতে জিওমেট্রিক কোনো সমস্যা নেই। এ সড়কে সর্বোচ্চ ৮০ কি:মি: গতিতে যানবাহন চালানোর নির্দেশনা থাকলেও চালকরা তা মানছে না। সাইড রোড থেকে যত্রতত্র অনেক যানবাহন মহাসড়কে উঠে যাচ্ছে। তখন দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এই মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ চলছে। তখন মুখোমুখি সংঘর্ষসহ দুর্ঘটনার হার কমে আসবে।
শিরোনাম
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী