হোসেনপুর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ। এই আলু চাষে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। স্থানীয়ভাবে মেটে আলু কিংবা গড়ালু হিসেবে পরিচিত। এক সময় জঙ্গলে ও বাড়ির আশপাশে গাছে এই আলু কোনো পরিচর্যা ছাড়াই জম্মাত। এটি খেতে বেশ সুস্বাধু। কালের বিবর্তনে এই আলু এখন বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় গাছ আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী প্লটে চাষ হওয়া গাছ আলুতে স্বপ্ন বুনতে শুরু করেছেন হোসেনপুর উপজেলার কৃষকরা। এরই মধ্যে এলাকায় সাড়া ফেলেছে শ্রবণপ্রতিবন্ধী মোজাম্মেলের প্রদর্শনী খেত। শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামের মোজাম্মেল কৃষি অফিসের সহায়তায় ৭২ শতাংশ জমিতে ‘গাছ আলু’ চাষ করেছেন। মাচা পদ্ধতিতে চাষ করা গাছে একেকটি আলু ২-৪ কেজি ওজনের হয়েছে। বাজারে বিক্রি হচ্ছে ২০-৪০ টাকা কেজি দরে। এপ্রিল মাসে শুরু করেছিলেন প্রদর্শনী প্লট। ২০-৩০ হাজার টাকা খরচ করে এ পর্যন্ত আড়াই থেকে ৩ লাখ টাকা আয় করেছেন তিনি। এখনো গাছে অবশিষ্ট আলু ২-৩ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে জানান মোজাম্মেল। তিনি জানান, এ আলু যে কোনো গাছের গোড়ায় রোপণ করলে আস্তে আস্তে ওই গাছ বেয়ে ওপরে উঠে আলু ধরতে থাকে। রোপণের তিন মাসের মধ্যে গাছে আলু ধরতে শুরু করে। গাছের ডগায় ও মাটির নিচে আলু হয়। প্রায় সারা বছরই গাছে আলু ধরে। উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির জানান, এবার প্রদর্শনীর মাধ্যমে অনেকে গাছ আলু চাষে লাভবান হয়েছেন। এ আলুর পুষ্টিগুণ ভালো এবং বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। আগামীতে এ পদ্ধতিতে সারা উপজেলায় গাছ আলু চাষ হবে বলেও মন্তব্য করেন শাহজাহান কবির।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
মাচায় গাছ আলু চাষ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর