সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও নীলফামারী প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলা সদরের সংগলশী ও চওড়া বড়গাছা ইউনিয়নে পৃথক স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার সুবর্ণখুলী গ্রামের মানিক চন্দ্রের ছেলে সৌরভ (২০) ও চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের তছির উদ্দিনের স্ত্রী আনিসা বেগম (৫৫)। রেলওয়ে থানা সূত্র জানায়, পার্বতীপুর থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনটি। বেলা ১১টার দিকে সুবর্ণখুলী এলাকায় ইঞ্চিনের চাকায় কাটা পড়ে মারা যান সৌরভ। কিছু সময় পর একই ইঞ্জিনে কাটা পড়েন দক্ষিণ চওড়া এলাকার আনিসা। রেলওয়ে থানার কর্মকর্তা সাকিউল আজম বলেন, ২০ মিনিটের মধ্যে দুটি দুর্ঘটনা ঘটে। সৌরভ মানসিক সমস্যায় ভুগছিলেন। আনিসা ছিলেন শ্রবণপ্রতিবন্ধী। এদিকে বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন শাবলু মিঞা (২৫) নামে এক হোটেলশ্রমিক। জেলা শহরের আকাশতারা এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাবলু কুরশাপাড়ার জলিল মিঞার ছেলে। তিনি আকাশতারা এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন। হোটেলমালিক জানান,  বিকালে শাবলু অসুস্থতার কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে শুনি তিনি ট্রেনে কাটা পড়েছেন।

সর্বশেষ খবর