চুয়াডাঙ্গায় শিশু রুবেল হোসেন হত্যা মামলায় সোহাগ হোসেন নামে একজনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। রুবেল হোসেন সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে। দণ্ডপ্রাপ্ত সোহাগ একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ জুন সোহাগ কৌশলে রুবেলকে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের একটি খেজুর বাগানে নিয়ে হত্যা করে। মামলায় রাষ্ট্রপক্ষের
কৌঁসুলি সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম শরীফউদ্দিন হাসু জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।