টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি বেড়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। ফলে বেড়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এরই মধ্যে সচল হয়েছে পাঁচটি ইউনিট। এসব ইউনিট থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১৫ মেগাওয়াট। যার পরিমাণ এক মাস আগেও ছিল ১৭৫ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি অব্যাহত আছে বলে জানান সংশ্লিষ্টরা।
কাপ্তাই হ্রদে বর্তমানে পানির স্তর ৯৮.২৫ ফুট মিন সি লেভেল; যা স্বাভাবিকের চেয়ে বেশি। টানা বৃষ্টি অব্যাহত থাকলে অতিক্রম করতে পারে বিপৎসীমা। ১৯৬২ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় কৃত্রিম বৃহত্তম হ্রদ; যা কাপ্তাই হ্রদ নামে পরিচিত। এ হ্রদ থেকে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যায়; যা যুক্ত হয় জাতীয় গ্রিডে। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই হ্রদের উৎপাদিত বিদ্যুৎ এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়েছে। সচল আছে পাঁচটি ইউনিট। বর্তমানে উৎপাদন হচ্ছে ২১৫ মেগাওয়াট। আশা করছি উৎপাদন আরও বাড়বে।’