গাজীপুরের বিভিন্ন থানা থেকে ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল আনুষ্ঠানিকভাবে এসব অস্ত্র জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের উপস্থিতিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও জেলা পুলিশে হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। এদিকে নরসিংদীতে সেনা অভিযানে উদ্ধার ৬০টি আগ্নেয়াস্ত্র ও ৪ হাজার রাউন্ড গুলি র্যাবে হস্তান্তর করা হয়েছে। র্যাব-১০-এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ ইঙ্গ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহবুব।