পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনী হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদরাসাছাত্রকে হত্যা, গত ১৫ বছরের অসংখ্য গুম খুন ও রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলো গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন এবং কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবির আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদের স্মরণে কেন্দ্রীয় কর্র্মসূচির অংশ হিসেবে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে গতকাল শোক র্যালি ও সমাবেশ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বরিশাল : সকালে বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে।
বাগেরহাট : দুপুরে শহরের নূর মসজিদ মোড়ে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার সভাপতিত্বে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঝিনাইদহ : সকালে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
একই স্থানে গিয়ে শেষ হয়। শোক র্যালি শেষে সমাবেশ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমিনুজ্জামান সোমেনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।
নীলফামারী : জেলা ছাত্রদলের আয়োজনে দুপুরে র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। শোক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে শোক সভায় মিলিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে শোক সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম।
গোপালগঞ্জ : সকালে জেলা শহরের বিসিক ব্রিজ থেকে একটি শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী : প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শিপলু খান গাজী আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ।
কুড়িগ্রাম : দুপুরে শহরের দাদামোড় এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ টাউন হলে গিয়ে সমাবেশে মিলিত হয়।