পিরোজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। গতকাল পিরোজপুর প্রেস ক্লাবে এ সভায় শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে তাদের ওপর হওয়া নির্যাতন ও বিভিন্ন অবিজ্ঞতার কথা তুলে ধরেন। দেশের কল্যাণে সাংবাদিক ও শিক্ষার্থী একসঙ্গে কাজ করার অঙ্গিকার করেন। পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষে মুছাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমিন সাগর, জান্নাত রসনি প্রমুখ উপস্থিত ছিলেন