খাগড়াছড়ি গুইমারায় কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো ঘ-১৫৭৬৩০) নম্বরের একটি বিলাসবহুল গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত কয়েকটি ফাঁকা গুলি করে। এ সময় গাড়ির চালকসহ দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক গাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঠিক পরিচয় জানা যায়নি। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।