কুমিল্লা এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ দিয়ে ময়মনসিংহে ফেরার পথে হামলার শিকার হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। এতে রানা মিয়া, রোহান, আরিফ, সোহাগ, রবিন, মোস্তাকিম, লালু, আবিদ, আশিক, তানজিন ও সানি মিয়া আহত হন। ময়মনসিংহ প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
জানানো হয়, গত ২৭ আগস্ট ময়মনসিংহের নান্দাইল থেকে একদল স্বেচ্ছাসেবী শিক্ষার্থী কুমিল্লায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করে পিকআপ গাড়িতে নিজ এলাকায় ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি বাজারের সামনে একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে গাড়ি গতিরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে। ভাঙচুর করে পিকআপ। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। রানা মিয়াকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৩০ আগস্ট রানার চাচা কাইয়ুম নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন।