স্ত্রীর ভরণপোষণ ও দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে ঢাকায় যান জরিফুল ইসলাম। পরিবারে সচ্ছলতা ফেরাতে শুরু করেন মুরগির ব্যবসা। জরিফুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভালোই চলছিল তার সংসার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে গিয়ে ১৮ জুলাই জরিফুল ইসলাম (২৮) গুলিবিদ্ধ হন। তার বাম পায়ে দুটি গুলি লাগে। গুলি বের করা হলেও হাড় ভেঙে যাওয়ায় হাঁটতে পারছেন না তিনি। বাড়িতে বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। স্ত্রী রেজিনা বেগম বলেন, স্বামীর রোজগারের সংসার চলত। স্বামী পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছেন। ধারদেনা করে সংসার চলছে। স্বামীর চিকিৎসা করাব কী করে? সন্তান দুটি মানুষ করব কীভাবে?