কুষ্টিয়ায় কেউ শিক্ষক লাঞ্ছিত করলে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়করা। কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র সমাজ আইন হাতে তুলে নেবে না। গতকাল কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।