বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনকে পৌর বিএনপির নির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল করিম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, পৌর বিএনপির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দীর্ঘদিন রাজনীতি ও আন্দোলনে অনুপস্থিত, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ফ্যাসিস সরকারের দোসরদের সঙ্গে আতাত করে পাতানো নির্বাচনে সহযোগিতা করেছিলেন মতিন। এ ছাড়া বিনা ভোটে নির্বাচিত এমপিকে ঢাক-ঢোল পিটিয়ে বরণ করে নেওয়াসহ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে র প্রমাণ পাওয়ায় সর্বস্তরের নেতা-কর্মীর দাবির পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ পৌর বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনকে তার সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।