গাজীপুরে বেক্সিমকো ফার্মার টাকা আত্মসাতের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিএমপি বাসন থানার ওসি জাহাঙ্গীর আলম গতকাল বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- রংপুরের আবু বাশার। তিনি বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের সহকারী অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। অন্যরা হলেন- পীরগঞ্জের আবদুর রাজ্জাক, মির্জাপুরের ইব্রাহিম মিয়া ও জামালপুরের আতিক হাসান।
ওসি জাহাঙ্গীর আলম জানান, বেক্সিমকোর টাকা আত্মসাতের ঘটনায় গত ১১ সেপ্টেম্বর ডিপো ইনচার্জ সাব্বির আহম্মেদ মামলা করেন। গ্রেপ্তার রাজ্জাক ৬২ লাখ ১৭ হাজার ১৬৭ টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।