কাউখালী উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিনামূল্যে বিতরণের বকনা বাছুর ওজনে কম হওয়ায় ফেরত পাঠিয়েছেন ইউএনও সজল মোল্লা। গতকাল কাউখালী উপজেলা পরিষদে এ বাছুর বিতরণ করার কথা ছিল। ইউএনও স্বজল মোল্লা জানান, গতকাল কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের অধীনে ৩৫ জন সুবিধাভোগী জেলের মধ্যে ৭০ থেকে ৮০ কেজি ওজনের বকনা বাছুর বিতরণের কথা ছিল। কিন্তু ৫০ থেকে ৫৫ কেজি ওজনের বাছুর বিরতণের জন্য আনা হয়। পরে পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তাকে বাছুরগুলোকে ফেরত পাঠিয়ে দিতে বলেন।
জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত জানান, প্রণোদনায় যুক্ত ছিল বকনা বাছুর। বছুরগুলো প্রধান কার্যালয় থেকে কেনা হয়েছে।