নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল কাদের মিলন নামে (৩৫) এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে গতকাল সকালে তার মৃত্যু হয়। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে হাফেজ আবদুর রহীম এতিমখানার সামনে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মিলন চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, হামলাকারীরা মিলনকে ধরে ওই এতিমখানার সামনে নিয়ে যায়। সেখানে তাকে লোহার পাইপ দিয়ে চার ঘণ্টা ধরে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী বিবি জুলেখা বলেন, আমার স্বামী মৃত্যুর আগে হামলায় জড়িত ২০-২৫ জনের নাম বলে গেছে। এদিকে নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে এক পরিবহন শ্রমিক খুন হয়েছেন। জেলা শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। মুসা সদর উপজেলার দলিজিৎপুর গ্রামের সামছের মুন্সীর ছেলে। ওসি সাজেদুল ইসলাম জানান, হত্যারহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।