পাবনায় সার উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে দানাদার রাসায়নিকের পরিবর্তে বালু মেশানোর অভিযোগে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে পাবনার শিল্প নগরী বিসিকে অভিযান চালিয়ে এক্সপার্ট এগ্রি কেয়ার এক্সপোর্ট ও ইমপোর্ট লিমিটেডকে এ জরিমানা করা হয়। র্যাবের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ অভিযান পরিচালনা করেন।
মাহমুদ হাসান রনি জানান, বিসিকের কয়েকটি কারখানায় সার উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে প্রয়োজনীয় রাসায়নিক ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের পরিবর্তে বালুসহ নানারকম ভেজাল দ্রব্য ব্যবহার করা হয় বলে অভিযোগ ছিল। পরে এক্সপার্ট এগ্রি কেয়ার এক্সপোর্ট ও ইমপোর্ট লিমিটেডে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়। তিনি বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ ধরনের কাজ আর করবে না বলে মুচলেকা দেওয়ায় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।