শেরপুর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় সাড়ে ৩ হাজার কেজি চাল জব্দ করেছে যৌথবাহিনী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে। কুসুমহাটি বাজার থেকে ১ হাজার ২০০ কেজি, হাতিআলগা এলাকা থেকে ১ হাজার ৬১০ এবং একটি অটোরিকশা থেকে ৬০০ কেজি চাল জব্দ করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।