যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামে নিজ ঘরে স্টিলের বাক্সের মধ্যে পাওয়া গেছে সুচিত্রা দেবনাথ (৫৮) নামে এক গৃহবধূর লাশ। স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সুচিত্রা ওই গ্রামের তপন দেবনাথের স্ত্রী।
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল জানা গেছে। স্বামীই সুচিত্রাকে হত্যা করেছে ধারণা তাদের। তপনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিবেশীরা জানান, বুধবার ভোর ৬টার দিকে সুচিত্রাকে তার বাড়িতে দেখা গিয়েছিল। সাড়ে ৬টার দিকে স্বামী যশোর শহরে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। দুপুর ১২টার দিকে তিনি বাড়ি ফিরে স্ত্রীকে কোথাও না দেখে প্রতিবেশীদের জানান এবং খোঁজাখুঁজি করেন। রাতে নিজের বসতঘরের ভিতর কাপড় রাখার স্টিলের বাক্সে সুচিত্রার লাশ দেখতে পান। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, সুচিত্রা ও স্বামী তপনের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।