ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় ভাবমূর্তি পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে জেলা বিএনপির সদস্য সাজিদুল কিবরিয়া সুজনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সাজিদুল কিবরিয়া জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার বাসিন্দা।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির বহিষ্কৃত নেতা সাজিদুল কিবরিয়া মধ্যস্থতা করে সম্প্রতি শহরের মুন্সেফপাড়ার বাসিন্দা প্রয়াত চিকিৎসক এ. রসুলের স্ত্রী মোমেনা শরীফ বেগম ও মেয়ে লুৎফা মাহবুবা রুবির একটি সম্পত্তি ৩ কোটি টাকায় বিক্রি করেন। এর মধ্যে ২ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। গত ৭ জুলাই সাজিদুলের বাড়ি গিয়ে টাকা ফেরত চান লুৎফা মাহবুবা। এ সময় সাজিদুল গালাগাল করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে বাড়ি ফিরে তিনি বিষপান করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা সদর থানায় মামলা দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে।