কক্সবাজারের সমুদসৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভেসে যাওয়ার ৯ দিনের মাথায় এবার সাগরে ডুবে মারা গেছে এক স্কুলশিক্ষার্থী। তার নাম রাইয়ান নূর আবু সামিম। গতকাল সকাল ৯টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। রাইয়ান নূর আবু সামিম শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বড় ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, রাইয়ান নূর আবু সামিমসহ বন্ধুরা ফুটবল খেলতে সৈকতে যায়। সবাই সাগরে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে যায় রাইয়ান নূর আবু সামিম।
সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ রয়েছে। এ পয়েন্টে লাইফগার্ডের সদস্যরা থাকেন না।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, এমন ঘটনা অনাকাক্সিক্ষত। বারবার নিষেধ করার পরও লোকজন মনমতো সাগরে নেমে যাচ্ছেন।