টানা এক মাস ধরে গ্যাস নেই সাভারের আমিনবাজার এলাকায়। এতে ২২টি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি স্থানীয় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই এলাকার পরিবহন শ্রমিকরা। তাই গ্যাসের দাবিতে গতকাল বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।