কয়েক দিনের টানা বর্ষণে আগাম সবজির ক্ষতির আশঙ্কা করছেন দিনাজপুরের বীরগঞ্জের কৃষক। কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাঁরা বলছেন, ‘দুই-এক দিনে বৃষ্টি না থামলে সবজি গাছের গোড়ায় পচন ধরতে পারে। এ ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাদের আয় মূলত ফসলের ওপর নির্ভরশীল। কৃষক আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে পতিত জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করছেন। কিন্তু কয়েক দিনের টানা বর্ষণে তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এ এলাকার কৃষক ফুলকপি, পাতাকপি, শিম, মুলা, কাঁচা মরিচ, টম্যাটো, বরবটি, বেগুন, লাল শাক, লাউ চাষ করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, তাঁর আওতাধীন ব্লকে ফুলকপি, বাঁধাকপি, লাউ ও করলা চাষ শুরু হয়েছে। ৬০ হেক্টর জমিতে ফুলকপি, ৫ হেক্টরে বাঁধাকপি এবং ৪ হেক্টরে লাউ ও করলা চাষ করা হয়েছে। কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, দ্রুত সময়ে বৃষ্টির পানি নেমে গেলে তেমন একটা ক্ষতি হবে না।