বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে মিজানুর রহমান লিটন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মিজানুর রহমান লিটন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। অসুস্থ চারজন হলেন-নাছিদুল সোনার (২৭), আবদুল্লাহেল কাফি (৩০), রঞ্জু মিয়া (৩০) এবং মানিক আকন্দ (৩০)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, ২ অক্টোবর সন্ধ্যায় তারা একসঙ্গে মদপান করেন। রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করেন। লিটনের এক আত্মীয় জানান, চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত মদপানের কারণে তার কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়।
শজিমেকের চিকিৎসক বলেন, বিষাক্ত মদপানে অসুস্থ বাকিদের কিডনির অবস্থা ভালো নয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।