রংপুরের কাউনিয়ায় ডোবা থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ভায়ারহাট কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ধানখেত দেখতে যাওয়ার সময় ডোবায় অর্ধগলিত লাশ ভাসতে দেখে এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। কাউনিয়া থানার ওসি আবদুল লতিফ শাহ বলেন, পুলিশ পরিচয়ের সন্ধানে কাজ করছে।