চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইয়াকুবনগরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে ইয়াকুবনগর এলাকায় অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জিআরপি ফাঁড়ির পুলিশ সদস্যরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।