ছাত্র-জনতার আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত নয় খুন মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জু কুমার দাস দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরেই তিনি ওই মামলায় পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।