মেষ [২১ মার্চ-২০ এপ্রিল] শত্রু ও বিরোধীপক্ষরা সোচ্চার হয়ে আপনার আয়-উপার্জন তথা সঞ্চয়ের পথ বন্ধ করে দেবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝ পথে আটকে যাবে। অপরদিকে খরচের দুর্দান্ত চাপ সবমিলিয়ে মনটা বিষণ্ন হয়ে থাকবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে] ভ্রাতা-ভগি্ন-আত্দীয় পরিজন, বন্ধুবান্ধব ও জীবনসাথীর তরফ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মিমাংসা হওয়ায় গোটা পরিবারে শান্তির সুবাতাস বইবে। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। বেগবান যান এড়িয়ে চলুন।
মিথুন [২১ মে-২০ জুন] ব্যবসা-বাণিজ্যে অংশীদার ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কারণে-অকারণে কলহ বিবাদের সৃষ্টি হওয়ায় আপনার ইমেজ নষ্ট হবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশগমনের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই] অন্ধকার দূর হয়ে আলোর মুখ দর্শন করাবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীরা দুর্দম বেগে এগিয়ে চলবেন। পিতামাতা সম্পত্তি ফিরে পাবার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতির সম্ভাবনা।
সিংহ [২১ জুলাই-২১ আগস্ট] দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় মন প্রসন্ন হয়ে থাকবে। বাণিজ্যিক সফর লাভদায়ক ততা সুদূর প্রসারী হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেৎ অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর] দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মিমাংসা হয়ে পড়বে। অবিবাহিতদের বিবাহ ও প্রেমীযুগলের মিলনের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সম্ভাব্যক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হওয়ায় মন প্রসন্ন হয়ে থাকবে। বন্ধুত্ব ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে তথা সংকটকালে আজকের রোপণ করা বৃক্ষ, ফুল, ফল ও ছায়া দিয়ে বাঁচাবে। পিতামাতার স্বাস্থ্য ক্রমশ ভালোর দিকে যাবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল ও পাওনা টাকা আদায় হওয়ায় মন প্রসন্ন হয়ে থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে অর্থনৈতিক দুর্ভাবনার লাঘব শুধু নয় মনবাঞ্চা পূরণ হবে। ডাকযোগে চেক, মানি অর্ডার বিকাশ, ফেক্সিলােড প্রভৃতি আসতে পারে। এক কথায় দিনটি ঋণমুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] একদিকে আটকে থাকা বিল পাস অপর দিকে পাওনা টাকা আদায় সব মিলিয়ে ব্যাংক ব্যালান্স ফুলে ফেঁপে উঠবে। কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা বিচক্ষণতার বলে অনেক কঠিন কাজ সহজে সম্পন্ন করে নেবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের বন্যা বইতে পারে। শিক্ষার্থীদের মন অনুচিৎ কাজবাজের প্রতি ধাবিত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] ভ্রাতা-ভগি্ন বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছ থেকে ভরপুর সহযোগিতাপ্রাপ্ত হবেন। অবশ্য আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দুর্ঘটনা এড়াতে ভীড়ভাড় ও তীব্রগতির বাহন এড়িয়ে চলুন।