ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তির প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ