রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরশাদ ব্যাপারী (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার দৌলতদিয়ায় গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আরশাদ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইমান খাঁ পাড়ার শাহজুদ্দিন ব্যাপারীর ছেলে।
পুলিশের দাবি, আরশাদের বিরুদ্ধে ২০১৩ সালে পুলিশের ওপর বোমা হামলা, তিনটি ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার ওসি এসএম শাহজালাল ও এসআই মো. রফিক উদ্দিন আহত হয়েছেন।
গোয়ালন ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল জানান, রাত ১০টার দিকে সন্ত্রাসী আরশাদকে দৌলতদিয়া কবরস্থান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত দেড়টার দিকে তাকে নিয়ে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অস্ত্র উদ্ধারে বের হলে আরশাদের বাহিনী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আরশাদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ