সাভারের ধামরাইয়ে বানরের তাড়া খেয়ে বাড়ির ছাদ থেকে পড়ে পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর এলাকার পাঠানতোলার হাতেম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির বাসিন্দারা জানায়, সন্ধ্যায় পাঠানতোলা এলাকায় দোতলা বাড়ির ছাদে পাঁচ জন খেলছিল। এ সময় গাছ থেকে কয়েকটি বানর নেমে তাদের তাড়া দেয়। বানরের তাড়া খেয়ে ছাদে থাকা শিশু ফাহাদ, জয়া, হাতেম আলীসহ পাঁচ জন নিচে পড়ে যায়।
পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ