মেহেরপুরে পুলিশের অভিযান গত ২৪ ঘণ্টায় আদালতের পরোয়ানাভুক্ত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন স্থানে ওই অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আদালত বিভিন্ন সময়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতারের ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ