নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল কাদির ভূঁইয়া (৫৫) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কোশার এলাকার এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরো দুইজন।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, নিহত আব্দুল কাদির ভূঁইয়া উপজেলার হাটাব এলাকার মৃত আব্দুল খালেক ভুঁইয়ার ছেলে। নিহতের মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ