ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শ্রীরামপুর নামক স্থানে আজ সোমবার ভোরে বালি বোঝাই ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যান দুটির চালকের মৃত্যু হয়েছে। তাদের নাম ডালিম হোসেন (৩৩) ও আব্দুর রহমান (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। নিহত কাভার্ড ভ্যানের চালক ডালিম হোসেন যশোর সদর উপজেলার শংকরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। অপর ট্রাক চালক আব্দুর রহমানের বাড়ি যশোরের মনিরাপুরে।
শেলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর নামকস্থানে একটি বালি বোঝাই বিকল ট্রাক মেরামত করা হচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোরগামী আফিল এগ্রো লিমিটেডের একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ বালি বোঝাই ট্রাকের মধ্যে ঢুকে চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বালি বোঝাই ট্রাকের চালক আব্দুর রহমান ও কাভার্ড ভ্যানের চালক ডালিম হোসেন নিহত হন। বালি বোঝাই ট্রাকের হেলপার হাসান ও কাভার্ড ভ্যানের হেলপার কবির হোসেন আহত হন । খবর পেয়ে শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ