চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবি টাওয়ার থেকে ৪৭টি ব্যাটারি নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ ডাকাতকে আটক করেছে জনতা। রবিবার রাতে নাচোলের খলসী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার বরুণাগাঁও গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৩২), একই গ্রামের শহীদুল্লাহর ছেলে সোহেল রানা (৩০) ও বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে রিপন (২৪)। এসময় তাদের পিকআপ ভ্যান থেকে ৪৭টি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে রাতেই তাদের নাচোল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করে।
নাচোল থানার ওসি (তদন্ত) মো. ফাসির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫ ব্যক্তি নাচোলের খলসী রবি টাওয়ারে গিয়ে নিজেদের কোম্পানির লোক পরিচয় দিয়ে ওই টাওয়ার থেকে ৪৭টি ব্যাটারি খুলে পিকআপ ভ্যানে উঠাই। একপর্যায়ে টাওয়ারের প্রহরীর সন্দেহ হলে তিনি কোম্পানীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসময় কোম্পানির লোকজন ওই প্রতারকদের আটক করতে বললে ওই প্রহরী জোরে জোরে চিত্কার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া করে ৩ জনকে ধরে ফেলে। অন্য ২ জন পালিয়ে যায়। পরে তাদের গণধোলাই দিয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশের কাছে সেপার্দ করা হয়।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ