নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বাবুল (৩৭), জাফর (৩৫) ও জাফর (৩৩)।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুনবাজার এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ বলেন, সকালে সেপটিক ট্যাংকের ভেতরে নামার কিছুক্ষণ পরই তিন শ্রমিক অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/ এস আহমেদ