জামালপুরের মেলান্দহেঅআজ সোমবার দুপুরে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিক্সার ৬ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুর পৌনে দুইটার দিকে যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিক্সা উপজেলার শ্যামপুর লেবেল ক্রসিং পার হচ্ছিল। এসময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ৪৮নং কমিউটার টু ট্রেন অটোরিক্সাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ৬ অটো যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরও দুজন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের পরিচয় জানাতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৫/ রশিদা