মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের ৩ জামায়াত কর্মীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৮ আসামিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জেলার তিন থানা পুলিশের একাধিক টিম আসামিদের আটক করে।
আটককৃত জামায়াত কর্মীরা হলেন: মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে একরামুল হক (৪০), আজিল উদ্দিনের ছেলে ফিরোজ আহমেদ (৩৮) এবং একই গ্রামের জবেদ আলীর ছেলে আদম আলী (৬০)। বাকিদের মধ্যে সাজাপ্রাপ্ত ১ জন, জি আর মামলায় ৬ জন, নন সিআর মামলায় ৬ জন, নিয়মিত মামলায় ১ জন, ১৫১ ধারায় ৪ জন এবং মাদকদ্রব্যসহ ৭ জন আটক রয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, মুজিনগরে নাশকতার মামলায় ৩ জামায়াত কর্মীসহ অন্যান্য মামলায় ২৮ আসামিকে আটক করা হয়েছে। আটক আসামিদের আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৫/ রশিদা