বগুড়ার শেরপুরে অপহৃত হওয়ার আটদিনের মাথায় শাবানা খাতুন (১৪) নামে এক কিশোরী উদ্ধার হয়েছে। এই ঘটনার মূল নায়ক মো. সেলিম হোসেনকেও (২৮) গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারী সেলিমকে গ্রেফতার করেন। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বোংগা গ্রামের আবুল হোসেনের ছেলে।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক ফারুকুল ইসলাম জানান, গত ১৭ অক্টোবর সেলিম ও তার আরেক সহযোগী কিশোরী শাবানাকে অপহরণ করেন। পরদিন ওই কিশোরীর বাবা মাহবুব হোসেন থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পর থেকে কিশোরীকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযানও চালায়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর বাজার এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী সেলিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৫/ রশিদা