ময়মনসিংহের গফরগাঁওয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। জমি ও পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহত বড় ভাই সেলিমের মরদেহ উদ্ধার করেছে। সেলিম স্থানীয় দরগাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সকালে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় ইট দিয়ে বড় ভাই সেলিমের চোয়ালসহ বিভিন্ন স্থানে আঘাত করে ছোট ভাই আনোয়ার। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায় সেলিম।
অবশ্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আনোয়ার ধাক্কা দিয়ে বড় ভাই সেলিমকে সিঁড়িতে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ছোট ভাই আনোয়ার। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন