আমদানি বিকল্প ফসল ডাল, তৈলবীজ, মসলা, চাষীদের ৪ শতাংশ হারে ঋণ বিতরণের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে এ সাফল্য দেশের কৃষকদেরই বেশি। তাই কৃষক যেন কোন হয়রানির শিকার না হয় এ জন্যে ব্যাংক কর্মকর্তাদের সর্তক থাকার পরামর্শ দেন।
উত্তরাঞ্চল সফরের দ্বিতীয দিনে সোমবার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে কৃষি ঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর ড.আতিউর রহমান এই কথাগুলো বলেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের বগুড়ার নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহাসহ বিভিন্ন ব্যাংকের নারী উদ্যেক্তারা।
অনুষ্ঠানে কৃষি ঋণ, দুগ্ধ উৎপাদন, মাছ চাষ, পোল্ট্রিসহ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের দেওয়া ৫৮ লাখ টাকা নগদ ঋন বিতরণ করেন ।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৫/ রশিদা