ময়মনসিংহে হারুন অর রশিদ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- শফিকুল ইসলাম (৩০), আবু সাঈদ (৩১), আবু তাহের (৪০), আব্দুল কদ্দুস (৫০), লালু মিয়া, আবুল কালাম (৩৮) ও আব্দুল জব্বার (৩০)।
আদালত সূত্র জানায়, সদর উপজেলার কাতলাসেন এলাকা বাজারে ২০০৯ সালের ১১ নভেম্বর কথা কাটাকাটির জের ধরে হারুনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা। পরে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন।
হত্যাকান্ডের পরদিন নিহতের ভাই সোহাগ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।