লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে আজ মঙ্গলবার বিকালে চোরাইকৃত ডিজেল পাচারকালে ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকামুল্যের ২৮ ব্যারেল (সাত হাজার লিটার) চোরাইকৃত ডিজেল ও নগদ ৮১ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।
রামগতির কোস্ট গার্ড কন্টিনজেন্ড কমান্ডার মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিআইডব্লিউটিএর ৫৫ নং সিরিয়াল জাহাজ থেকে এসব ডিজেল চুরি করে ভোলা দৌলত খাঁন পাচারের উদ্দেশ্য যাওয়ার পথে কোষ্টগার্ড তাদের ধাওয়া করে। এসময় ৯ জনকে আটক ও এসব ডিজেল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পরে রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
আটককৃতরা হলেন, কাসেম, সেলিম, নুর ইসলাম, মিরাজ, রিয়াজ, রশিদ, হেলাল, ইসমাইল ও সিরাজ।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন