কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরে ডাকাতদের গুলিতে মোজাফফর আহমদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও অন্তত ৫ চিংড়িঘের শ্রমিক। তবে নিহতের ভাইয়ের দাবি তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
বুধবার ভোরে উপজেলার খুটাখালী বহলতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
নিহত মোজাফফর কক্সবাজার সদরের ইসলামপুর নাপিতখালী এলাকার হাজী কবির আহমদের ছেলে।
নিহতের ছোট ভাই স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম লিটন তার ভাই মোজাফফর ডাকাতের গুলিতে মারা যাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার ভাই স্বাভাবিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনাস্থল থেকে অন্তত অাধা কিলোমিটার দূরে তিনি অবস্থান করছিলেন। আন্ধকারে হঠাৎ গুলির শব্দ শুনে তিনি ‘হার্ট অ্যাটাক’ করেন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব