নাশকতার ১১ মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফুল আলমসহ ৭৮ জন নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে পৃথক দুটি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুল হক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিগত জানুয়ারি মাসের বিভিন্ন সময়ে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে কিশোরগঞ্জ সদরের তিনটি, করিমগঞ্জের একটি, ভৈরবের চারটি ও কুলিয়ারচরের তিনটি মামলা রয়েছে। এসব মামলায় মোট আসামী করা হয় বিএনপি-জামায়াতের ৯৫ জনকে। আজ তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ৭৮ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয় এবং ১৭ জনকে জামিন দেওয়া হয়।
ভৈরব ও কুলিয়ারচরের পাঁচটি মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি শরীফুল আলমকে আসামী করা হয়েছিল। এরমধ্যে দুটি মামলায় তার জামিন হলেও তিনটি মামলায় জামিন না মঞ্জুর করা হয়। এ সময় আদালত প্রাঙ্গনে বিএনপির কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শরীফুল আলমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৫/শরীফ